মালদা

বিয়ের আগের দিন গ্রামের মাতব্বরদের দাবি করা টাকা না দেওয়ায় মারধর যুবককে।

গ্রামের মাতব্বরদের টাকা দিতে অস্বীকার করাই এক যুবককে বেধড়ক মারধর করল গ্রামের মাতব্বররা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মালদার রতুয়া থানার অন্তর্গত হরগোবিন্দপুর মোমিন পাড়া গ্রামে, ঘটনায় আহত যুবক বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার সূত্রে খবর, রতুয়া থানার হরগোবিন্দপুর মোমিন পাড়ার বাসিন্দা দিয়াজুদ্দিন সাই এর ছেলে নরুল ইসলামের সোমবার বিয়ে। সেই বিয়ে উপলক্ষে শনিবার রাতে গ্রামের বেশকিছু মাতব্বর নরুলের কাছে ১২ হাজার টাকার দাবি করে। এর ফলে তাদের সঙ্গে নরুলের বচসা বাঁধে। অভিযোগ বচসা চলাকালীন মসলিম মিস্টার, আসিমাক ইসলাম ছাড়াও টাকা চাইতে আসা বেশ কয়েকজন মাতব্বররা নরুলকে মারধর শুরু করে। ঘটনায় নরুল গুরুতর আহত হওয়ায় তাকে উদ্ধার করে মালদা মেডিক্যালে নিয়ে আসা হয়। মারধরের ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ার করা হয়েছে।